রাম মন্দিরে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা, রামের মূর্তি ভাঙচুর

সাথী প্রামানিক, পুরুলিয়া: পুরুলিয়ার বলরামপুরে রাম মন্দিরে ভাঙচুর করা হল রাম মন্দির। ভেঙে ফেলা হল রামের মূর্তি। মঙ্গলবার, সকালে বাঘমুন্ডি রোডের পাশে রাঙ্গা গ্রামের কাছে ওই মন্দির ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে মন্দিরে জড়ো হন স্থানীয়রা। ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানান তাঁরা।
দেখা যায় যে, মূর্তির মাথা, হাত ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। রামের হাতের ধনুক ভাঙা অবস্থায় পড়েছিল। এই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি তথা বজরং দলের জেলা পর্যবেক্ষক সুরজ শর্মা। স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
[আরও পড়ুন- টানা বৃষ্টিতে বিপর্যস্ত মালদা, লাল সতর্কতা জারি]
বলরামপুরে রামের মূর্তি ভাঙার খবর পুরুলিয়া জেলায় ছড়িয়ে পড়তেই সোচ্চার হন ধর্মপ্রাণ মানুষ। ঘটনার তীব্র প্রতিবাদ করেন পুরুলিয়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি গৌরব সিং। তিনি বলেন, ‘এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। পরিকল্পনা করে এটা করা হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ দোষীদের চিহ্নিত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিক।’