বারুইপুরের চক্রবর্তী পাড়াতে রামের মহাযজ্ঞ ও পুজো
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার অযোধ্যায় রাম মন্দিরে ভুমি পুজো। সেই উপলক্ষে বারুইপুর ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট আইনজীবী গৌতম চক্রবর্তী স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ভোর থেকেই বাড়ির সামনে আরাধ্য দেবতা রামের পূজা শুরু করেন। এদিকে আজ লকডাউন থাকায় সকাল ৬ টার পর পূজা চলতে থাকায় বারুইপুর থানার পুলিশ গৌতম বাবুকে পূজা বন্ধ করতে বলেন। বিজেপির পক্ষ থেকে পুলিশ কে জানিয়ে দেওয়া হয় পুজো চলাকালীন মাজখানে বন্ধ করা যাবে না, নির্দিষ্ট সময়েই তারা পূজা শেষ করবেন।
দলীয় নেতা গৌতম চক্রবর্তী আরও জানান, তারা প্রভু রামের আরাধনায় বসেছেন এবং অল্পক্ষণের মধ্যে যজ্ঞ ও শুরু করবেন। পুলিশ নানাভাবে তাদের এই পূজা বন্ধ করার চেষ্টা করেছে কিন্তুু সুবিধা করতে পারেনি। এমনকি করোনা আবহে মানুষ যাতে বাড়িতে থেকে প্রভু রামের আরাধনায় সামিল হতে পারেন তার জন্য আমরা যে মাইক লাগিয়েছিলাম, পুলিশ সেই মাইক ব্যবসায়ীকে পর্যন্ত রাতে আটক করেছিল। পরে অবশ্য ছাড়তে বাধ্য হয়েছে। তাই আজ আমরা আমাদের যজ্ঞ শেষ করেই আমাদের আরাধনা শেষ করব। তাতে পুলিশ যদি ক্ষমতা থাকে আমাদের যজ্ঞ বন্ধ করে দেখান। যদিও ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও যজ্ঞে কোন বাধা সৃষ্টি করেনি।