রমজানের শেষ জুম্মায়ও ভিড় নেই মসজিদে!
মোকতার হোসেন মণ্ডল: রমজানের শেষ জুম্মাতেও ভিড় দেখা গেল না কলকাতার মসজিদগুলিতে। মুসলিম নেতাদের নির্দেশ মেনে সবাই বাড়িতেই নমাজ পড়েছেন, যা নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার পবিত্র ইদ। কিন্তু এবার ইদের বাজারে ভিড় নেই। অন্যবার এই সময় কোটি কোটি লোক পথে থাকেন, মসজিদে ব্যাপক ভিড় থাকেন।
করোনা সতর্কতায় লকডাউনের কারনে ইদের নমাজের কী হবে তাও জানা যাচ্ছে না। তবে কোনও কোনও সংগঠন বলছে, অল্প লোক নিয়ে ইদের জামাত হোক।
জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মৌলানা আবদুর রফিক এক বার্তায় জানিয়েছেন, ‘বর্তমান অবস্থায় একসঙ্গে নমাজ আদায় করার জন্য যত লোকের সরকারি অনুমতি পাওয়া যাবে, সেই মতোই ইদগাহে অথবা মসজিদে ততজনকে নিয়েই সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে ইদের নমাজ আদায় করা হবে।
বাড়িতে চারজন লোক থাকলে বাড়তি (ইদের) তাকবীর-সহ ইদের নমাজ জামাতের সঙ্গে আদায় করবেন।’
কিন্তু কেন শেষ জুম্মায় ভিড় হয়নি? নাখোদা মসজিদ কমিটি বলছে, করোনা সচেতনতা হিসেবে ইমাম ও মৌলানারা যেভাবে প্রশাসনের নির্দেশ মানতে বলেছেন, তা মেনে চলেছেন মুসলিমরা। তাই ভিড় নেই।
মুসলিম নেতারা বলছেন, রমজানের শেষ জুম্মা অন্যান্য সময়ের জুম্মার মতোই। এর পৃথক কোকোনও বৈশিষ্ট্য নেই। কিন্তু ইদে যেন রাস্তায় ভিড় না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন মুসলিম নেতারা। তাঁরা বলছেন, ইদের দিন ঘোরা-ফেরা, মেলা-মেশা থেকে বিরত থাকুন। ইদের খুশিতে দরিদ্র, অসহায় মানুষ এবং যাঁরা অনর্থক মামলায় জেলবন্দি আছেন, তাঁদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন।