fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

রামপুরহাট গণহত্যাঃ কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী, দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ ফিরহাদের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রামপুরহাটের বাগটুই গ্রামে নারকীয় হত্যালীলার ঘটনায় কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। বাকি দুই সদস্য হলেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতি নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার পরেই তার নির্দেশে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম।

এর পরেই সাংবাদিক বৈঠক করে ফিরহাদ বলেন, আইন সবার আগে। ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে দল-মত না দেখে গ্রেফতার করতে। এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন ফিরহাদ। এই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। ফিরহাদ সাংবাদিকদের সামনে বলেন, মানুষ মারা গেছে সেটা আগে, পরে দল। যে বাচ্চাটি মারা গেছে সে কোনও দল করত না। সিপিএম, বিজেপি, তৃণমূল যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তারা শাস্তি পাবে। আমি ডিজি আসছেন। আমি ডিজিকে বলেছি, যেই যুক্ত থাকুক কাউকে ছাড়া হবে না। যারা বাংলার মাথার নীচু করে, তাদের সবাইকে গ্রেফতার করুন।

 

 

Related Articles

Back to top button
Close