fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রামপুরহাট হত্যালীলাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই গ্রেফতার আনারুল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ যত সময় এগোচ্ছে ততই বগটুই কাণ্ডে উত্তেজনা বাড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এদিন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। বাড়িতে আনারুলকে না পেয়ে তার খোঁজে তল্লাশি চলে। এর পরে তারাপীঠের একটি হোটেল থেকে মোবাইল ফোনের ট্র্যাক ধরে গ্রেফতার করা হয়।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ঘটনার দিন যারা জেনে শুনে পুলিশকে কাজে লাগাতে পারেনি তাদের আমি শাস্তি চাই।  আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠানো হয়নি।   ঠিক সময়ে পুলিশ এলে হয়তো এই নারকীয় ঘটনা ঘটত না।

এদিকে আনারুলের অনুগামীদের বক্তব্য, আনারুলকে ধরতে এলে তারা এর বিরোধ করবে। সেই সঙ্গে তারা জানান, মুখ্যমন্ত্রীর কথা অবাধ্য আমরা হচ্ছি না, তবে আনারুলকে ধরতে এলে আমরা বিক্ষোভ দেখাব। কারণ আনারুল খুব ভালো মানুষ। আমরা চাই না তাকে গ্রেফতার করা হোক। গ্রামের মানুষের অভিযোগ, এই সব কিছুর মূলে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতই ফাঁসিয়েছেন আনারুলকে।

Related Articles

Back to top button
Close