fbpx
কলকাতাহেডলাইন

রামপুরহাট হত্যালীলাঃ সিট নয়, তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

খুন,  খুনের চেষ্টা, আগুন লাগিয়ে পুড়িয়ে মারা সহ ১০ ধারায় এফআইআর দায়ের করল সিবিআই

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ঘটনার পর পর রাজ্য নির্দেশ দেয় এই কাণ্ডের তদন্ত করবে সিট। তিন সদস্যের সিট গঠিত হয়। যার নেতৃত্বে রাখা হয় জ্ঞানবন্ত সিংকে। এর পরেই তদন্ত শুরু করে সিট। ইতিমধ্যেই এই কাণ্ডে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। আজ হাইকোর্ট জানিয়ে দিল সিট আর তদন্ত করতে পারবে না, রামপুরহাট কাণ্ডে তদন্ত করবে সিবিআই। সিটকে তদন্তের সমস্ত তথ্য সিবিআইকে জমা দিতে হবে। ধৃতদেরও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। আগামীকাল থেকে রামপুরহাট কাণ্ডের তদন্ত শুরু করবে সিবিআই। আজকের মধ্যে দল গঠন করছে সিবিআই। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এই নির্দেশের ফলে আর তদন্ত করতে পারবে না সিট। সমস্ত দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ পেথেই রামপুরহাটের বগটুইয়ের গণহত্যা নিয়ে তদন্তের প্রস্তুতি নেওয়ার কাজ জোরকদমে শুরু করে দিল সিবিআই। শুক্রবার বিকালেই পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। এফআইআর-এ খুন,  খুনের চেষ্টা, আগুন লাগিয়ে পুড়িয়ে মারা সহ একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতেই রামপুরহাটে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী দল। আজ শনিবার থেকেই অবশ্য আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করবেন তারা।

সূত্রের খবর, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জরুরি বৈঠকে বসেন সিবিআইয়ের পদস্থ আধিকারিকরা। কীভাবে তদন্ত চালানো হবে এবং তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক থেকে তদন্তের জন্য বিশেষ টিমও তৈরি হয়েছে। টিমে পুলিশ সুপার ও ডিআইজি পদমর্যাদার আধিকারিককে রাখা হয়েছে। আর পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তার জন্য যুগ্ম অধিকর্তা পদমর্যাদার এক আধিকারিক টিমের মাথার উপরে থাকছেন। আদালতের নির্দেশ পেয়েই সিট-এর কাছ থেকে তদন্তের সমস্ত তথ্য চেয়ে নেয় সিবিআই।

Related Articles

Back to top button
Close