রেশন দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করতে চলেছেন রানাঘাটের সাংসদ

অভিষেক আচার্য, কল্যাণীঃ সরকারি লোগো দেওয়া বস্তা চাল পরিবর্তন করে নিম্নমানের চাল বণ্টনের মাধ্যমে মানুষের কাছে। এই অভিযোগে শ্রী কৃষ্ণ দাস ৫০০ বস্তা চাল আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
তাদের অভিযোগ সরকারের দেওয়া ভালো চাল গুলি লরি করে রাইস মিলের মধ্যে নিয়ে গিয়ে নিম্নমানের চালের সরকারি বস্তায় ভোরে অর্থাৎ বস্তা পরিবর্তন করে চলে যাচ্ছিল রেশন দোকানে ও নানান ভাবে মানুষের কাছে। সেই কারণেই সরকারের দেওয়া চাল গুলি মানুষ নিম্নমানের চাল সামগ্রী পাচ্ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে রানাঘাট থানার পুলিশ। পুলিশকে মিল মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেন। এরপরই রানাঘাট কোর্ট আবেদন করা হয় অভিযোগ দায় করার জন্য। মহামান্য আদালত রানাঘাট থানা কেস শুরু করার নির্দেশ দেন ও তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেন। এছাড়াও সাংসদ জগন্নাথ সরকার উচ্চ আদালতের সিবিআইকে দিয়ে তদন্ত আবেদন করে জনস্বার্থ মামলা শুরু করতে চলেছেন।