fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আই,সি,এস,ই পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে রানাঘাটের মুখ উজ্জ্বল করলো শুভদীপ

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: শুভদীপের সাফল্যে গর্বিত রানাঘাট। রানাঘাট কনভেন্ট অফ যোসেফ মেরি স্কুলের ছাত্র শুভদীপ সরকার ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। শুভ দীপের সাফল্যে গর্বিত রানাঘাট। উৎসবের জোয়ারে ভাসছে সমগ্ৰ নদীয়া জেলা। রানাঘাট ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হলেও শুভদীপদের আদি বাড়ি নবদ্বীপে।বাবা পেশায় চিকিৎসক, রানাঘাট ২নং ব্লকের আড়ংঘাটা গ্ৰামীণ হাসপাতালে কর্মরত,মা শুক্লা সরকার গৃহকর্ত্রী,ছোট বোন এল,কে,জি-র ছাত্রী সহ ঠাকুমাকে নিয়ে সুখী পরিবার শুভদীপদের।

কোভিড-১৯ প্রেক্ষাপটে লকডাউন বলবৎ হওয়ায় শেষ তিনটি পরীক্ষা হয়নি এবার। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবার মেরিট লিস্ট প্রকাশ না করা হলেও পাঁচটি হ ওয়া পরীক্ষার  উপরই চুরান্ত ফলাফল ঘোষণা করা হল। পাঁচটি বিষয়ে মোট পাঁচশো নম্বরের মধ্যে শুভদীপ পেয়েছে, ইংরেজিতে ১০০ নম্বরের মধ্যে ৯৬, অংকে ১০০ নম্বরের মধ্যে ১০০, ইতিহাস-ভূগোলে ১০০ নম্বরের মধ্যে ১০০, কম্পিউটারে ১০০ নম্বরের মধ্যে ১০০ এবং সায়েন্সে ১০০ নম্বরের মধ্যে ৯৯ অর্থাৎ মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৫ নম্বর পেয়েছে শুভদীপ।

[আরও পড়ুন- দুর্নীতিতে তৃণমূল কর্মীদের দল থেকে বহিস্কার স্রেফ আইওয়াশ: দিলীপ ঘোষ]

ঘটনায় খুশি সমগ্ৰ রানাঘাটবাসী। পরীক্ষার এই অভাবনীয় সাফল্যে উৎসবের আমেজ শুভদীপের বাড়ি, স্কুল সহ সমগ্ৰ নদীয়া জেলাজুড়ে।কথা হচ্ছিল শুভদীপের সঙ্গে। রেজাল্ট ভালো হবে, আত্মবিশ্বাসী ছিলাম কিন্তু এত ভালো হবে ভাবতে পারিনি, অভিমত শুভদীপের। প্রতিদিন ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করেছে শুভদীপ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রাইভেট টিউটরদের প্রচন্ড সহযোগিতায় রেজাল্ট ভালো হওয়ার ক্ষেত্রে ভীষন কাজে লেগেছে বলে জানালেন শুভদীপ। ভবিষ্যতে কেরিয়ার নিয়ে শুভদীপের বাবা চিকিৎসক সুদীপ্ত সরকার জানালেন, বিষয়টি ছেলের উপরই ছাড়া হবে, ওর পছন্দ কেই গুরুত্ব দিতে চান শুভদীপের বাবা এবং মা।

Related Articles

Back to top button
Close