রানি কফিন ছুঁয়ে ফেলে বিপত্তি! আটক যুবক

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ওয়েস্টমিনস্টারে শায়িত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনবন্দী দেহ। শ্রদ্ধা জানাচ্ছেন হাজার হাজার মানুষ। কিন্তু শুক্রবার রাতে ঘটল বিপত্তি।এক ব্যক্তি রানির কফিনের কাছে পৌঁছে যান। এরপর তিনি রানির কফিন স্পর্শ করেন। এ ঘটনার জেরে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
এই পরিস্থিতির কারণে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির ‘লাইং ইন স্টেট’ সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। গার্ডিয়ান জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কফিনের কাছে পৌঁছে যান এবং রানির মরদেহ সম্বলিত কফিনটি স্পর্শ করেন। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ার আগে তিনি ব্রিটেনের পতাকা রানির কফিনের ওপর থেকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন।
সেখানে উপস্থিত পল ডেন্টন নামে এক ব্যক্তি বলেছেন, এটা কিছুটা আকস্মিক ঘটনা ছিল। তারা (পুলিশ) ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ার আগে এটি দুই কিংবা তিন সেকেন্ডের ঘটনা ছিল।