করোনা মোকাবিলায় ব্যস্ত রানিগঞ্জ, বহিরাগতদের প্রবেশে কড়া নজরদারি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রানিগঞ্জ ব্লক স্তরের বেশ কয়েকটি এলাকায় করোনা পজিটিভ রোগির সন্ধান মেলার পরপরই এলাকার গ্রাম-গঞ্জের মানুষ করোনা মোকাবিলায় উঠে পড়ে লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই লাগোয়া এলাকার তিরাট, চেলোদ এর পাশাপাশি ডামালিয়া, হাড়াভাঙ্গা এলাকার মানুষ তাদের গ্রামকে সুরক্ষিত রাখতে ব্যস্ত রইল। গ্রামে যাতে পরিযায়ী কোনও শ্রমিক ও বহিরাগতরা প্রবেশ না করতে পারে তার জন্য গ্রাম ঢোকার পথগুলিতে তারা বাঁশের ব্যারিকেড করে সকাল থেকেই আগলে রাখে। বেশ কয়েকজন যুবক সদস্য পালা করে পাহারা দেওয়ার কাজ চালাচ্ছে গ্রাম ঢোকার প্রবেশপথগুলোতে।
বৃহস্পতিবার এমনই বিষয় লক্ষ্য করা যায় রানিগঞ্জের নুনিয়া নদীর ওপর হাড়াভাঙ্গা ওটা মালিয়া ব্রিজে বাসের ব্যারিকেড দেখে। গ্রামের মানুষ সকলকেই তাদের গন্তব্য কোথা থেকে তারা সেখানে এসে পৌঁছেছেন তা জিজ্ঞাসাবাদ করার পরই তাদের গ্রামে ঢোকার জন্য ছাড়পত্র দিচ্ছেন।
গ্রামবাসীদের বক্তব্য, কোনমতেই তাদের গ্রামে করোনাকে ঢুকতে দেবেন না তারা। তার জন্য দিনরাত এক করে পাহারা দিতেও তাদের কোনও আপত্তি নেই।