শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট পদে বসলেন রনিল বিক্রমাসিংহে। বুধবার সংসদে ভোটদান পর্ব চলে। ১৩৪ জন এমপির সমর্থন পেয়ে প্রেসিডেন্ট পদে বসলেন রনিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সমর্থিত দুল্লাস আলাহাপেরুমার পেয়েছেন ৮২ সাংসদের সমর্থন। বামপন্থী নেতা অনুরা কুমারা দেশনায়েক পেয়েছেন তিন ভোট।
সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীকে বিজয়ী হওয়ার জন্য ন্যূনতম ১১২টি ভোট পেতে হয়। তবে প্রায় দুই ডজন ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিক্রমাসিংহে।
স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় সংসদে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গণনা শেষে দুপুর সোয়া ১টার দিকে। রনিল বিক্রমাসিংহকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন স্পিকার। এদিন ২২৫ জন এমপির মধ্যে একজন পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে পার্লামেন্টে হাজির হলেও একজন ভোটদান থেকে বিরত ছিলেন। বাকি ২২৩ জন ভোটাভুটিতে অংশ নেন। তবে এর মধ্যে চারটি ভোট বাতিল ঘোষণা করা হয়। বাকি ভোট গণনা করে রনিল বিক্রমাসিংহকে নতুন প্রেসিডেন্ট পদে বসাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।