fbpx
আন্তর্জাতিকহেডলাইন

বিক্ষোভকারীদের কাছ থেকে নিরাপত্তারক্ষীদের পার্লামেন্ট ভবনকে সুরক্ষিত রাখার নির্দেশ রনিল বিক্রমাসিংহের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অচলাবস্থায় অবস্থায় শ্রীলঙ্কা। বিক্ষোভ, উত্তেজনা ঘিরে বিশৃঙ্খলা অবস্থার মধ্যে দিয়ে চলেছে দ্বীপরাষ্ট্রের অবস্থা। বৈদেশিক ঋণের ভারে জর্জরিত। এবার শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পার্লামেন্ট ভবন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টারত বিক্ষোভকারীদের থেকে তা সুরক্ষিত রাখতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দিয়েছেন।

নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা পার্লামেন্ট ভবনকে সুরক্ষিত রাখার জন্য সর্বদলীয় সভায় দলগুলোর নেতাদের কাছ থেকে আদেশ চেয়েছিলেন। কিন্তু নেতারা এ বিষয়ে চূড়ান্ত কোনও পরামর্শ দেননি। তারা বরং সরকারের কাছ থেকে আদেশ নেওয়ার কথা বলেন।

নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা তখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কাছ থেকে আদেশ চান। জবাবে রনিল বিক্রমাসিংহে তাদের পার্লামেন্ট ভবন সুরক্ষিত রাখার আদেশ দেন।

এর আগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি ও নিজস্ব বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে কার্যত দখলে নিয়ে নেয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বুধবার রাতেও বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এতে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

Related Articles

Back to top button
Close