কার্যকর্তাদের উদ্বুদ্ধ করতে ‘আত্মনির্ভর ভারত’ শীর্ষক ভার্চুয়াল সভা করলেন রন্তিদেব সেনগুপ্ত
সাথী প্রামানিক, পুরুলিয়া: ‘আত্মনির্ভর ভারত’ শীর্ষক ভার্চুয়াল সভায় পুরুলিয়ার কার্যকর্তাদের উদ্বুদ্ধ করলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। শুক্রবার পুরুলিয়ার মানবাজার বিধানসভা কেন্দ্রের ওই সভায় ভারতের আত্মনির্ভরতার উদ্দেশ্য এবং নেওয়া পদক্ষেপ সম্পর্কে বক্তব্য রাখেন তিনি।
সভায় স্বাগত ভাষণ দেন পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক সুভাষ মাহাতো। ছিলেন ওই বিধানসভার দায়িত্বে থাকা শান্তিরাম মুখার্জি। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা এই কর্মসূচীর প্রশিক্ষণ প্রমুখ বিবেক রাঙ্গা। লকডাউন সময়ে পুরুলিয়া জেলায় দলের কার্যকর্তাদের ভূমিকার প্রশংসা করেন সবাই সক্রিয়ভাবে অংশ নেওয়া বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি বলেন, ‘ভারতবর্ষ আত্মনির্ভরতার পথে দ্রুত এগিয়ে চলেছে। প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভরতার সকালবেলায় কৃষক শ্রমিক ছাত্র যুবক সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি নাগরিক সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন।’
‘আত্মনির্ভর ভারত’ শীর্ষক সভা পুরুলিয়া জেলার নটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার কাশীপুর বৃহস্পতিবার মানবাজার এবং আজ বান্দোয়ান বিধানসভায় অনুষ্ঠিত হবে বলে জেলা বিজেপি সভাপতি জানান।