fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

যাত্রীভর্তি চলন্ত বাসে ধর্ষণ, বিপদঘন্টি শুনেও বাঁচাতে এগিয়ে এল না কেউ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে বাসের মধ্যে ধর্ষণের ঘটনায় ফের প্রশ্নের মুখে উঠে এল মহিলাদের নিরাপত্তার। দিল্লির যমুনা হাই-ওয়েতে একটি ডাবল ডেকার বাসের মধ্যে কনডাক্টরের হাতে এই পাশবিক অত্যাচারের শিকার হলেন এক তরুণী। অভিযুক্তকে জিজ্ঞাসাবাসের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা বাসে করে দিল্লি ফিরছিলেন। তখন তার সঙ্গে এই ঘটনা ঘটে। নির্যাতিতার বয়ান অনুযায়ী তিনি নাইট বাসে করে ফেরার সময় চালকের কেবিনের পাশে যে বসার জায়গা থাকে সেখানে তিনি বসেছিলেন। বাসটি যখন মান্ত টোল দিয়ে মথুরা দিকে যাচ্ছিল তখন তার ওপর নির্যাতন চালায় বাসের কনডাক্টর। কোনরকমের নিজেকে বাঁচিয়ে বাসের মধ্যে থাকা বিপদঘন্টি বাজান তিনি। কিন্তু নির্যাতিতার অভিযোগ বাসে সেই সময় ৪০ জন যাত্রী ছিল। কিন্তু কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেনি। শনিবার সকালে ওই তরুণী বাস থেকেই ১১২ হেল্প লাইনে ফোন করে পুলিশকে সব জানান। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। নির্যাতিতার বাড়ি রোহিনিতে। আপাতত তিনি পুলিশের পর্যবেক্ষণে বাড়িতেই আছেন।

আরও পড়ুন:‘মন কি বাত’ অনুষ্ঠানে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ওপর জোর প্রধানমন্ত্রী মোদির

মান্ত থানার থেকে জানানো হয়েছে অভিযুক্তের নাম রবি। জিজ্ঞাসাদের জন্য পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। অভিযুক্ত বাসের কনডাক্টর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Back to top button
Close