ধর্ষণে অন্তঃসত্ত্বা যুবতী, গ্রেফতার প্রৌঢ়
প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমানঃ যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌ। ধৃতের নাম ফুল মহম্মদ আনসারি। অভিযুক্ত পূর্ব বর্ধমানের ভাতার থানার মিরেপাড়ার বাসিন্দা। যুবতীর অভিযোগের ভিত্তিতে ভাতার থানার পুলিশ শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। শনিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার । ধৃতকে ৫ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত ।
পুলিশ সূত্রে খবর,নির্যাতিতা যুবতীর বাড়ি ভাতার থানার অন্তর্গত নবস্থায়।দরিদ্র পরিবারের ওই যুবতী নিজেও দিনমজুরের কাজ করেন বলে জানা গিয়েছে। অভিযোগ দারিদ্রতার সুযোগ নিয়ে অভিযুক্ত ফুল মহম্মদ ওই যুবতীর সঙ্গে বলপূর্বক কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই যুবতী । ঘটনার কথা কাউকে না জানানোর জন্য ফুল মহম্মদ শাসায় যুবতীকে।পরে যুবতী নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করলে সেই পদক্ষেপ নেয় পুলিশ।