রবিবার রাস উৎসব… সেজে উঠছে কোচবিহারের মদনমোহন বাড়ি

জেলা প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের রাস উৎসব শুরু হচ্ছে রবিবার থেকে। করোনা আবহের কারণে কিছুটা অতিরিক্ত বিধিনিষেধ জারি করা হলেও রাস উৎসবকে কেন্দ্র করে সেজে উঠছে মদনমোহন বাড়ি। তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ, মদনমোহন বাড়ির সর্বত্র রং করা হয়েছে, এবং তৈরি হয়েছে রাজ ঐতিহ্য রাস চক্র। সম্পূর্ণ বিধি মেনে রবিবার সন্ধ্যায় পূজার মাধ্যমে রাশিচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করবেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা রাস উৎসবের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘যে সমস্ত বিধিনিষেধ জারি করা হয়েছে তার মধ্যে অন্যতম হল প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা, মাস্ক। মাস্ক ছাড়া মদনমোহন বাড়িতে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সেই সঙ্গে একসঙ্গে একাধিক মানুষ প্রবেশ করতে পারবেন না মদনমোহন ঠাকুরবাড়িতে। চলতি বছর মেলার অনুমতি না থাকলেও ছোট করে কোচবিহার পৌরসভার তত্ত্বাবধানেই দুটি স্থানে মেলার আয়োজন করা হয়েছে। মদনমোহন মন্দিরের আশেপাশে কিছু ছোট দোকান বসার অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে মোট ১৫০টি সরকারি প্রচার স্টল, খাবারের দোকান এবং বাচ্চাদের মনোরঞ্জনের আয়োজন করছে পৌরসভা। কোচবিহার ৪ নম্বার ওয়ার্ড এবং ৯ নম্বর ওয়ার্ডের মধ্যস্থ টাউন হাই স্কুলের মাঠে ১০০টি দোকান থাকছে। পাশাপাশি কোচবিহারে ক্লাবের ময়দানেও ৫০টি দোকান করার ব্যবস্থা করেছে পৌরসভা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রতিশ্রুতি দিদি’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের
পুজোর সময় প্রবেশাধিকার নিয়ম বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। একটি আমন্ত্রণপত্র এক জনই প্রবেশ করতে পারবেন মন্দিরে। গেটে থাকবে অতিরিক্ত সুরক্ষা। ১৫ দিনের মদনমোহন ঠাকুরের এই রাস যাত্রা এবং রাস উৎসব কোচবিহার বাসের কাছে একটি অন্যতম নিজস্ব উৎসব তাই কোচবিহারের ঐতিহ্যকে মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই রাস চক্র তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ব্যারিকেট। অস্থায়ী মঞ্চে কীর্তন এবং ঠাকুরের বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের আয়োজন করা হয়েছে। চলতি বছর যাত্রাপালা আসছে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও সঙ্কেত পাওয়া যায়নি। তামিল উৎসব ঘরের উৎসব রাস যাত্রা, সেজে উঠেছে কোচবিহার।