রেশন ব্যবস্থায় সাধারণ মানুষকে কোনওভাবেই বঞ্চিত নয়: বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু

নিজস্ব সংবাদদাতা, কালনা: রেশন ব্যবস্থায় সাধারণ মানুষকে কোনওভাবেই বঞ্চিত হতে দেওয়া যাবে না। এই সংকটকালীন পরিস্থিতির মধ্যেও মুখ্যমন্ত্রী সকলের জন্য বিনামূল্যে রেশন সামগ্রীর ব্যবস্থা করেছেন। সকলে যাতে রেশন সামগ্রী পান তার জন্য প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন। এমনিইভাবে সোমবার কালনার এক সাংবাদিক বৈঠকে অসাধু রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। যদিও তার পরেই তিনি প্রশাসনের কড়া পদক্ষেপের প্রশংসনীয় ভূমিকাকেও তুলে ধরেন। তিনি এও জানান যে, কালনা-২ ব্লকের এক রেশন ডিলারের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে রেশন ব্যবস্থায় অনিয়মের কারণে।
এই বিষয়ে বিশ্বজিৎবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে রেশন ব্যবস্থায় যথেষ্ট জোর দিয়েছেন। যাতে সাধারণ মানুষের কোনও ভাবেই অসুবিধা না হয়। তাই রেশন ব্যবস্থা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হোক তা কোনভাবেই মানা হবে না। যদিও প্রশাসন এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহন করছে। কালনা-২ ব্লকের এক রেশন ডিলারের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ ওঠায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে।প্রশাসন তদন্ত করে দেখছে।’ যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি কালনা মহকুমা খাদ্য নিয়ামক অভিজিৎ বেজ। তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন।