fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

শাসকদলের রেশন দুর্নীতি নিয়ে পাঁশকুড়ায় বিজেপির প্রতীকী বিক্ষোভ

ভাস্করব্রত পতি, তমলুক : শাসকদলের রেশন দুর্নীতি নিয়ে পথে নামল বিজেপি।  রাজ‍্য বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী  মঙ্গলবার পাঁশকুড়া ব্লকে বিজেপির পক্ষ থেকে বিডিও অফিসের সামনে পাঁশকুড়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে রেশন দূর্নীতি, স্বাস্থ্য ব‍্যবস্থার বেহাল দশা এবং ত্রাণ বিতরনের ক্ষেত্রে শাসক দলের স্বজন পোষনের বিরুদ্ধে বেলা ১১.৩০ টা নাগাদ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়।

চড়া রোদ উপেক্ষা করে অবস্থানকারীরা মুখে মাস্ক পরে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বিডিও অফিসের সামনে মাটিতে বসে প্রতীকী বিক্ষোভ দেখান। স্বভাবতই ব্লক প্রশাসন চূড়ান্ত অস্বস্তিতে পড়ে। যদিও এরপর প্রশাসনের নির্দেশে পাঁশকুড়া থানার পুলিশ অবস্থানকারীদের তুলে দেয়।

উল্লেখ্য, পাঁশকুড়া জুড়ে ত্রানসামগ্রী বিলিতে চূড়ান্ত দলবাজি চলছে। বেছে বেছে বিরোধী দলের লোকজনকে বঞ্চিত করা হচ্ছে বলে এদিন অভিযোগ জানানো হয়। বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসন নজর দেয়নি। তাছাড়া প্রসাশনের সদিচ্ছার অভাবে পাঁশকুড়া জুড়ে গয়ংগচ্ছভাবে লক ডাউন চলছে বলে অভিযোগ। পাঁশকুড়া স্টেশন বাজার বন্ধ হলেও অন্যত্র বহাল তবিয়তে হাটবাজার চলছে।  লোকজনের আনাগোনা চলছে সাবলীল ভাবেই।

এদিন প্রতীকী বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপির তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার সহ সম্পাদক জগদীশ প্রামানিক, এস.টি মোর্চার সভাপতি সঞ্জয় কিস্কু, জেলা নেতৃত্ব তরুণ আদক ও জেলা বস্তি সেলের সভাপতি লক্ষী সামন্তসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
Close