রেশনে দুর্নীতি, নন্দীগ্রামে দোকান সিল করল প্রশাসন
রাজকুমার আচার্য, নন্দীগ্রাম, (পূর্ব মেদিনীপুর): রেশনে দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামে বিক্ষোভ, ভাঙচুর হয়েছিল কয়েক দিন আগে। বৃহস্পতিবার সেই রেশন দোকান সিল করল প্রশাসন। অন্য ডিলারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে গ্রাহকদের রেশন দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানান হয়েছে।
গ্রাহকদের রেশন দ্রব্য ওজনে কম দেওয়ার অভিযোগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের সাঁইবাড়ি গ্রামে এলাকার রেশন দোকানে কয়েকদিন আগে তীব্র বিক্ষোভ দেখান গ্রাহকরা। বেগতিক দেখে রেশন ডিলার তপন সাউ পালিয়ে যান।
রেশন ডিলার তপন সাহু দীর্ঘদিন ধরে রেশন দ্রব্যের ওজনের পরিমাণ কম দিচ্ছিলেন। বারবার এইভাবে সাধারণ মানুষদের ঠকানোর কারণে বিক্ষোভ দেখিয়ে ছিলেন গ্রাহকরা।
বৃহস্পতিবার নন্দীগ্রাম থানার পুলিশ এবং ফুড ইন্সপেক্টর রেশন দোকানে গিয়ে সিল করে দেন। রেশন দোকানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে যান পুলিশ। ফুড ইন্সপেক্টর শশাঙ্ক সর্দার বলেন, “সাময়িকভাবে রেশন দোকান সিল করা হল। যাতে রেশন দ্রব্য নষ্ট ন হয়। নতুন একজন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যে রেশন জনগণকে বণ্টন করবেন।”
অতিমারীর আবহে রাজ্যজুড়ে বেড়ে চলা রেশন দুর্নীতি ও খাদ্য বন্টন নিয়ে ক্ষিপ্ত সাধারণ মানুষ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।