নন্দীগ্রামে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ গ্রাহকদের
ভীষ্মদেব দাশ, পূর্ব মেদিনীপুর (নন্দীগ্রাম): রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। রবিবার সকালে নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁইবাড়িতে রেশনসামগ্রীর ওজন কম দেওয়াকে কেন্দ্র করে রেশন দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
সাঁইবাড়ি গ্রামের সরকার অনুমোদিত রেশন ডিলার তপন কুমার সাউর বিরুদ্ধে রেশন সামগ্রীর ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে। রেশন সামগ্রী কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় সাঁইবাড়ি। রেশন দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা। বিক্ষোভকারীরা জানান ডিলার তপন সাউ দীর্ঘদিন ধরে রেশনের পরিমাণ কম দিচ্ছেন। রেশন সামগ্রী ওজন করে জানতে পারি প্রায় প্রত্যেকেরই রেশন সামগ্রী ওজনে কম রয়েছে।
ডিলার তপন সাউ বলেন, ভিড় এড়াবার জন্য দুজায়গায় দুটো ওজন মাপার যন্ত্রতে মেপে মাল দেওয়া হচ্ছিল। যেহেতু এগুলি ইলেকট্রনিক্স ওজন মাপার যন্ত্র একটিতে চার্জ ছিল না। সেই কারণে লাইটটি (ইন্ডিকেটর) ঠিকমতো জ্বলছিল না। তাই স্থানীয়রা ভেবেছেন যে রেশন কম দেওয়া হচ্ছে। বিষয়টি এক শ্রেণীর লোক মিথ্যে গুজব রটিয়েছে। কোনও সামগ্রী কম দেওয়া হয়নি। পরে নন্দীগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রেশন দুর্নীতির জন্য প্রশাসনিক দপ্তর থেকে লোকজন উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে।