fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

উচ্চমাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় রৌনক

নিজস্ব সংবাদদাতা বোলপুর: উচ্চমাধ্যিকে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান পেল বোলপুরে নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র রৌনক সাহা।  রৌনক মাধ্যমিক পরীক্ষায় ষষ্ট হয়ে ছিল।

রৌনক সাহার বিষয় ভিত্তিক নম্বর যথাক্রমে বাংলায় ৯৩, ইংরেজিতে ৯৮, গণিতে ১০০, বায়োলজিতে ১০০। রৌনকের বাবা পল্লব সাহা অবিনাশপুর উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক। মা রাখী সাহা ভট্টাচার্য ময়ুরেশ্বর উচ্চ বিদ্যালয়ের অর্থনীতির শিক্ষিকা। বাবা মা দুজনেই ছেলেকে পড়াতেন। তা ছাড়াও অন্য বিষয়ে পাঁচটি গৃহ শিক্ষক ছিল রৌনকের। রৌনক আইআইটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানায়।

পড়াশোনা ছাড়াও খেলাধুলা ও অঙ্কনে তাঁর ঝোঁক রয়েছে। নিয়ম করে দৈনিক ১০ -১২ ঘন্টা পড়াশুনা করতো। রৌনক সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতো। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো না সে। এমনকি তার নিজের কোনও মোবাইলও ছিল না। রৌনক জানায়, পাড়াশুনা না ছাড়া সে সিনেমা দেখতে ভালোবাসে।

Related Articles

Back to top button
Close