ফের নতুন করে করোনা আক্রান্ত রূপনারায়নপুর ফাঁড়ির ৮ পুলিশ কর্মী

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোলঃ শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুরে খোঁজ পাওয়া গেল করোনা আক্রান্ত আটজনের। করোনা আক্রান্ত এই আটজনই রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ কর্মী । এই নিয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির মোট ১৩ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হলেন বলে জানা গিয়েছে। এতে পুলিশ মহলের যেমন ছড়িয়েছে আতঙ্ক তেমনই আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা রূপনারায়ণপুর। আক্রান্তদের মধ্যে আছেন পুলিশ অফিসার , কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার , রাঁধুনী থেকে পুলিশের গাড়ির চালক।
শনিবার সালানপুর ব্লকের পিঠাইকেয়ারি গ্রামীণ হাসপাতালে মোট ৫২ জনের র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যেই আটজনের রিপোর্ট পজিটিভ আসে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। তাদের প্রত্যেককেই পাঠানো হয়েছে সেফ হোমে।
অন্যদিকে, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন করোনাকে হারিয়ে আবার কাজে যোগদান করেছেন। তিনি কমিশনারেটের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন। গত জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।