পশ্চিমবঙ্গহেডলাইন
করোনা জয়ীকে সংবর্ধনা হেমতাবাদে

মৃন্ময় বসাক, হেমতাবাদ: করোনা সংক্রমণের ভয় দূরে সরিয়ে রোগীদের সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন হেমতাবাদের গুঠিনের আশা কর্মী। চিকিৎসকদের গাইড ও সহকর্মীদের জোগানো সাহসে করোনাকে জয় করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন
করোনা যোদ্ধা গুঠিনের আশাকর্মী।সোমবার বিকেলে হেমতাবাদ হাসপাতাল থেকে তাকে ছাড়ার সময় ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেন হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক বিশ্বাস।
স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গুঠিনের এক আশাকর্মী করোনা সংক্রোমিত হয়েছিল। হেমতাবাদ হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে সে সুস্থ্য। কিছুদিন বাড়িতে থাকার পরে আবারো কাজে যোগ দেবে ওই আশা কর্মী। করোনা নিয়ে আতঙ্কের কিছু
নেই। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।