কিষাণ মোর্চার রাজ্য সভাপতিকে মালদায় কৃষকদের সংবর্ধনা

শ্যামল কান্তি বিশ্বাস : বিরামহীন সাংগঠনিক অভিযানে জনদরদী কৃষক নেতা মহাদেব সরকার। কিষাণ মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব গ্ৰহনের পর রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত চষে ফেলছেন তিনি। দক্ষিণ বঙ্গ সফর সেরে এখন মহাদেব বাবু উত্তর বঙ্গে সাংগঠনিক কাজে ব্যস্ত। আজ মালদা শহরে একটি সাংগঠনিক সভায় যোগদেন তিনি। সেখানে দলীয় কর্মী সমর্থক সহ স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল ধান, সব্জি ও ফল উপহারের মধ্যদিয়ে রাজ্য সভাপতি কে বরণ করে দেয়। মালদা জেলার কিষাণ মোর্চার কর্মী সমর্থক সহ কৃষক সমাজের আতিথ্যেয়তায় অভিভূত মহাদেব বাবু। কর্মীদের নিয়ে এক সভায় কেন্দ্রীয় কৃষি বিল নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্য সভাপতি।
রাজ্যের শাসক তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি, কৃষি বিলের বিরোধিতায় পথে নেমে, রাজ্যের মানুষ কে ভূল বার্তা দিয়ে বিভ্রান্ত করছে।রুখে দাঁড়াতে হবে, সঠিক তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্বের আহ্বানে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন মহাদেব সরকার। গতকাল বীরভূম জেলায় দলীয় কর্মীদের নিয়ে সভা ছিল মহাদেব বাবুর, সেখানেও কর্মীদের একই বার্তা দেন তিনি। তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেন মহাদেব বাবু।