fbpx
আন্তর্জাতিক

একই চিত্রের পুনরাবৃত্তি চিনে! ফের লকডাউন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চিনে ফের লক ডাউন। করোনা ভাইরাস প্রথম ধরা পড়া মধ্য চিনের উহানের এক উপশহরের প্রায় ১০ লাখ লোককে লকডাউনে রাখা হয়েছে। চারটি উপসর্গহীন কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ার পরে জিয়াংজিয়া নামে ওই এলাকার বাসিন্দাদের তিন দিনের জন্য তাদের বাড়ি বা প্রাঙ্গণের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিন গণ-পরীক্ষা, কঠোর সামাজিক বিধিনিষেধ এবং স্থানীয় লকডাউনসহ একটি ‘শূন্য কোভিড’ কৌশল অনুসরণ করে আসছে। ফলে সেখানে করোনায় অন্য অনেক দেশের তুলনায় অনেক কম মৃত্যু হয়েছে।

কিন্তু সাধারণ মানুষ এবং ব্যবসায়িক কাজকর্ম বিধিনিষেধের চাপে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের এ কৌশলটি ক্রমেই বেশি করে বিরোধিতার মুখোমুখি হচ্ছে।
১ কোটি ২০ লক্ষ মানুষের শহর উহানে নিয়মিত পরীক্ষায় দুই দিন আগে দুটি উপসর্গবিহীন কভিড সংক্রমণ পাওয়া গেছে। ‘কন্টাক্ট ট্রেসিংয়ের’ মাধ্যমে আরও দুটি ঘটনা পাওয়া যায়। এর পরপরই লকডাউন আদেশ জারি হয়।

নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চিনের উহান ২০২০ সালের গোড়ার দিকে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে।

এটাই করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি হওয়া চিনের প্রথম শহর।

 

 

Related Articles

Back to top button
Close