ফের ভাঙল রেকর্ড, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ল করোনা। দেশজুড়ে লকডাউন শিথিল হলেই হু হু করে ছড়াবে সংক্রমণ। হাতের বাইরে চলে যাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিন বাড়ছে সংক্রমণ।একদিনে আক্রান্ত পৌঁছে গেল ৫০ হাজারের দোরগোড়ায়। যা নিঃসন্দেহে উদ্বেগজনক। সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলা-সহ দেশের একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হেঁটেছে। টানা না হলেও সপ্তাহে দু-তিন করে লকডাউন হচ্ছে অনেক জায়গাতেই। সংক্রমণের চেনকে ভাঙতেই এই প্রচেষ্টা। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছে, সেপ্টেম্বরে সংক্রমণ শিখরে পৌঁছবে। কিন্তু বর্তমান সংখ্যাই চিন্তার ভাঁজ ফেলছে দেশবাসীর কপালে। তাই সেপ্টেম্বরের ছবিটা ভাবলেও আতঙ্কিত হতে হচ্ছে।
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৪৯ হাজার ৩১০ জন। যার জেরে দেশে করোনা পজিটিভের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫-এ। এদের মধ্যে অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন। সুস্থতার হার আশা জোগালেও মারণ ভাইরাস এখনও কেড়ে চলেছে হাজারো প্রাণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭৪০ জন। এখনও পর্যন্ত ৩০ হাজার ৬০১ জনের প্রাণ গিয়েছে এই মহামারীতে।
বুধবার ও বৃহস্পতিবার, দু’দিনে দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ১৬৬ জন। অর্থাৎ তিন দিনের আগেই এবার আক্রান্তের সংখ্যায় আরও একটা লাখের গণ্ডি পার করতে চলেছে দেশ। তবে করোনা মোকাবিলায় বাড়ানো হয়েছে নমুনা টেস্টও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য বলছে, ২৩ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ১৭০টি স্যাম্পেল টেস্ট হয়েছে। যার মধ্যে গতকালই হয়েছে ৩ লক্ষ ৫২ হাজার ৮০১টি টেস্ট।
আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত নেপাল, মৃত ১৩২…ভূমিকম্পের আশঙ্কায় গবেষকরা
দেশে করোনাভাইরাসের সংক্রমণের যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৮৯৫ জন। রাজ্যে এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ লক্ষ ৪৭ হাজার ৫০২ জন। সংক্রমণের নিরিখে মেক্সিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরাঠাভূমি। মহারাষ্ট্রের পরে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন অন্ধ্রপ্রদেশে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৭ হাজার ৯৯৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৭১১ জনে। তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৭২ জন। দ্রাবিড়ভূমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লক্ষ ৯২ হাজার ৯৬৪ জন।
কর্নাটকের অবস্থাও সঙ্গীন। বিএস ইয়েদুরাপ্পার রাজ্যে নতুন করে ৫ হাজার ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে কন্নড়ভূমে আক্রান্ত হলেন ৮০ হাজার ৮৬৩ জন। কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১০৭৮ জন। তেলেঙ্গানায় গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫৬৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮২৬ জনে। অর্থাৎ দেশের দক্ষিণের পাঁচ রাজ্যে একদিনেই মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১৪৫ জন।