গুরুত্বপূর্ণদেশহেডলাইন
দেশজুড়ে একদিনে ফের রেকর্ড সংক্রমণ, ৩৫ লক্ষের গণ্ডি পার করল আক্রান্তের সংখ্যা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বস্তিতে নেই দেশের মানুষ। সর্বত্রই আতঙ্কের ছায়া গ্রাস করে চলেছে। দেশজুড়ে একদিনে ফের রেকর্ড সংক্রমণ। মোট আক্রান্ত ৩৫ লক্ষের বেশি। ফের ২৪ ঘন্টায় রেকর্ড হারে বেড়েছে করোনা সংক্রমণ। আক্রান্ত হলেন ৭৮ হাজার ৭৬১ জন। যা কিনা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। নতুন করে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের।
আরও পড়ুন: বাংলার মানুষ চাইলে দিলীপই মুখ্যমন্ত্রী, যুগশঙ্খকে বললেন মা পুষ্পলতা
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪। অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ৩০২ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪ জন। করোনার প্রাণ কেড়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের।