লেবার পার্টির নেত্রী, নিজের হাতেই ‘লাল’ মাস্ক বানালেন কিউয়ি প্রধানমন্ত্রী অ্যাডার্ন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লেবার পার্টির নেত্রী হয়ে নিজের মাস্ক তৈরি নিজেই করছেন৷ ফেসবুকে এমনটাইন জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন৷ স্বাস্থ্যবিধি নিয়ে দেশবাসীকে আরও সচেতন করে তুলতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি৷ আর্ডার্ন জানিয়েছেন, প্রথম চেষ্টাতেই মাস্ক তৈরি করতে সফল হয়েছেন তিনি৷ নিজের দল লেবার পার্টির রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল রংয়ের একটি সাধারণ মাস্ক তৈরি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী৷নিজের ফেসবুক অ্যাকাউন্টেও মাস্ক তৈরির পদ্ধতি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, কড়া লকডাউন জারি করে ৫০ লক্ষ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল৷ ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়৷ কিন্তু দেশের সবথেকে বড় শহর অকল্যান্ডে এ মাসে ফের নতুন সংক্রমণের খোঁজ মেলায় সেখানে ফের বিধিনিষেধ জারি করা হয়েছে৷ গোটা দেশেও আবার বিধিনিষেধ জারি করতে চলেছে নিউজিল্যান্ড৷