বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে ইসলামপুরে ধরনা বিক্ষোভ বিজেপির

দীপঙ্কর দে, ইসলামপুর: বিদ্যুৎ বিল মুকুব সহ ছয় দফা দাবীতে ইসলামপুর বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। পাশাপাশি বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের দপ্তরের সামনে ধরনায় বসে বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা। উত্তর দিনাজপুর বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেনের নেতৃত্বে যুব মোর্চার ইসলামপুর টাউন সভাপতি জয় দত্তের পরিচালনায় বিজেপি নেতা চন্দন শেঠ ও বিজয় দাস সহ দলীয় কর্মীদের উপস্থিতিতে ধরনা বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। পশ্চিমবঙ্গে মূলত ২৪ শতাংশ লেট ফি বাতিল, মিটার রেন্ট বাতিল, এনার্জি চার্জ ভারতবর্ষের মধ্যে এরাজ্যে সবচেয়ে বেশি তা বাতিল করা, ইলেক্ট্রিসিটি ডিউটি বাতিল ও তিন মাসের বিদ্যুৎ বিলের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুৎ বিল প্রদান সহ চাকুরীজীবি ছাড়া সাধারন মানুষের লকডাউনের সময়ের বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে সরব হয়েছে বিজেপি।
ছয় দফা দাবী সম্বলিত স্মারকলিপি ইসলামপুর বিদ্যুৎ বন্টন দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। আগামীতে অবিলম্বে দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি যুব মোর্চার ইসলামপুর টাউন সভাপতি জয় দত্ত। স্মারকলিপির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে তাঁদের নির্দেশ মতো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ইসলামপুর বিদ্যুৎ বন্টন দপ্তর সূত্রে জানা গিয়েছে।