fbpx
দেশশিল্প-বাণিজ্যহেডলাইন

আর্থিক ধাক্কা খেলেন মুকেশ আম্বানি, ক্ষতির পরিমাণ ছাড়াল ১ লাখ কোটি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়সড় আর্থিক ধাক্কা খেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি । লকডাউনে যখন সারা ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল তখন তিনি তার ব্যবসায়িক বুদ্ধি খাটিয়ে নিজের ব্যাবসাকে শুধু ক্ষতির হাত থেকে বাঁচান নি, বিশাল লাভের মুখ দেখেছিলেন। তবে এক বেলার মধ্যেই সমস্ত হিসেব উলটে দিয়ে ক্ষতির পরিমান দাঁড়ালো ১ লাখ কোটি। যার জেরে বিশ্ব ধনীর তালিকায় তিন ধাপ নেমে গেলেন তিনি।

জানা গিয়েছে, ডিজিটাল ব্যবসায় বেশ মুনাফা পেলেও রিলায়েন্সের অন্যতম প্রধান ব্যাবসা তৈল শোধনাগারের ব্যাবসা লকডাউনে বিশাল ধাক্কা খেয়েছে। লকডাউনে সারা দেশেই প্রায় বন্ধ ছিল যান চলাচল, যার জেরে জ্বালানি তেল কম বিক্রি হয়েছে। গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রিলায়েন্সের নিট লাভ এক ধাক্কায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে রিলায়েন্সের তরফে।

     আরও পড়ুন: সীমান্ত গ্রাম থেকে একের পর এক পাচার হচ্ছে নারী, আতঙ্কে তাদের পরিবার

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই হু হু করে পড়তে থাকে শেয়ার। রিলায়েন্সের শেয়ারের মূল্য। এদিন এই  সংস্থার শেয়ার সূচক ৮.৬২ শতাংশ হ্রাস পায়। ফলে প্রতি শেয়ারের মূল্য কমে দাঁড়ায় ১ হাজার ৮৭৭ টাকা। যা সংস্থাটির আর্থিক ক্ষতির পরিমান আরো বাড়িয়েছে। ৭১.৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি সহ মুকেশ আম্বানি এতদিন বিশ্ব ধনী তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন। এবার সেখান থেকে এক ধাক্কায় তিন ধাপ নেমে এসেছেন।

 

 

 

 

Related Articles

Back to top button
Close