fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দলের নেতাকর্মীদের উপর আর ভরসা নেই ! বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে প্রচার সারলেন মুখ্যমন্ত্রী : সুভাষ সরকার

শ‌্যামল কান্তি বিশ্বাস : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে প্রশাসনিক সভাকে শেষ পর্যন্ত দলের সভায় পরিনত করে প্রাক নির্বাচনী প্রচার সারলেন। ভূড়ি ভূড়ি প্রতিশ্রুতি আর মিথ্যে কথার বন্যায় ভাসালেন কার্যত প্রশাসনিক সভাটি।সব থেকে মজার বিষয় হল,দলের নেতা কর্মীদের উপর আর ভরসা করতে পারছেন না দলনেত্রী, এতদিন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েছে দলে,এখন থেকে রাজ্যের সরকারী কর্মচারীদের কে কাজে লাগাতে চাইছেন এবং সেই বার্তাই দিলেন প্রশাসনিক সভা থেকে।

গতকাল বাঁকুড়ার প্রশাসনিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে এই অভিযোগ, সাংসদ ডাঃ সুভাষ সরকারের। তিনি আরো বলেন,আমি অবাক হয়ে যাচ্ছি,একজন মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা কি ভাবে বলেন, রাজ্যের মানুষ কে বিগত সাড়ে নয় বছরে কত প্রতিশ্রুতি ই দিলেন, রাজ্য ব্যাপী কত শিলান্যাস ই না করলেন,আচ্ছা বলুন তো এর মধ্যে কটা বাস্তবায়িত হয়েছে? রাজ্যের মানুষকে শুধু ধোঁকা দিয়েছেন। বাংলার মানুষ আর আপনাকে বিশ্বাস করে না,তারা অপেক্ষায় আছে, সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য।

আরও পড়ুন: সাইকেল চালিয়ে বনধের প্রচার চলছে সর্বত্র

গতকাল মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সভার পর ঘটনার প্রতিক্রিয়া জানাতে সাংবাদিক দের মুখোমুখি হয়ে সুভাষ বাবু এই অভিযোগ গলির পাশাপাশি বাংলার মানুষ কে সচেতন থাকার আহ্বান জানান।রাজ্যে ২০২১ এ নিশ্চিত পালা বদলে রাজ্যের প্রত্যেকটি সচেতনশীল নাগরিকের ভূমিকা, দায়িত্ব, কর্তব্য সহ মূল্যবান মতামত সহ ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে বাংলায় নতুন সূর্যের উদয় ঘটবে বলে তিনি দাবি করেন।

 

 

 

 

Related Articles

Back to top button
Close