অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের টাকায় ত্রাণ বিলি
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের টাকায় ত্রাণ বিলি। বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার এলাকায় চৌধুরীপাড়া দূর্গা মন্ডপ থেকে প্রায় শতাধিক দুস্থ প্রতিবন্ধীর ও দিনও দরিদ্র মানুষদের হাতে ত্রাণ তুলে দিলেন। সেই ত্রাণে দেওয়া হল চাল, ডাল, সরষের তেল, বাচ্চাদের হাতে তুলে দিলেন বেবি ফুড। পশ্চিমবাংলা প্রিন্টিং স্টেশনারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বছর আশির বৃদ্ধ দম্পতি, কালী দুলাল ঘোষ ও রেবা ঘোষ, চার মাসের পেনশন এর টাকা প্রায় ২৫০০০ টাকা। সেই অর্থ দিয়ে বেবি ফুড, চাল,ডাল সরষের তেল, সবজি সহ বিভিন্ন খাবার সামগ্রী দান করলেন। সহযোগিতা স্বাগত বসু চৌধুরীপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমেটি ও অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধা দম্পতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের মানুষ। এনার এই উদ্যোগ দেখে বিভিন্ন সংগঠন থেকে এগিয়ে আসার ডাক দিয়েছেন তারা বলেছেন আগামী দিনে আমরা ওইভাবে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবো।