আমেরিকা প্রবাসীর সহায়তায় ত্রাণ হাউরে

ভাস্করব্রত পতি, তমলুক : তিনি থাকেন সুদূর আমেরিকায়। কিন্তু মনপ্রাণ পড়ে থাকে জন্মভিটা হাউরে। লকডাউন পরিস্থিতিতে সেই জন্মভিটার দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিলেন সেই আমেরিকা থেকেই।
তিনি আমেরিকা প্রবাসী বিষ্ণুপদ গোস্বামী। এদিন হাউর নিউ মার্কেটে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য তিনি পাঠালেন ত্রাণসামগ্রী। তাঁর দেওয়া আর্থিক সহায়তায় হাউর এলাকার ১৫০ টি পরিবারে হাতে ত্রিপল সহ অন্যান্য ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
বিষ্ণুপদবাবু আমেরিকাতে থাকলেও এদিন উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে ডা: বিমান গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁশকুড়ার বিজেপি নেতা প্রতীক পাখিরা, উত্তম সেনা, অচিন্ত্য দোলাই, আলোক দোলাই, ও হাউর বুথের বুথ সভাপতি গৌতম মণ্ডল সহ আরো অনেকে। এর আগেও অনেকবার লকডাউন ও অন্যান্য দুঃসময়ে বিষ্ণুপদবাবু ত্রাণের ব্যাবস্থা করেছেন এলাকায়।