fbpx
দেশ

পছন্দের সঙ্গী বেছে নিতে ধর্ম বাধা হতে পারে না দু’জন প্রাপ্তবয়স্কের, রায় এলাহাবাদ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মহিলার ভালবাসা বা বিয়ের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারে না। এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট। ভিন ধর্মে বিয়ে নিয়ে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশে। যেসব ঘটনা নিয়ে উত্তাল হয়েছে দেশ। এবার বিষয়টি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, দুজন প্রাপ্তবয়স্কের সম্পূর্ণ অধিকার আছে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার। সে যেই ধর্মেরই হোক না কেন। বিচারপতি মনোজ কুমার গুপ্তা এবং দীপক ভার্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে যুগলের অভিভাবক আপত্তি করতে পারেন না।’

ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ‘ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে দুজন প্রাপ্তবয়স্ক তাঁদের বৈবাহিক সঙ্গী বেছে নিতে পারেন। পিটিশনে দুজন প্রাপ্তবয়স্ক দাবি করেছেন, তাঁরা একে অপরকে ভালবাসেন। তাতে কেউ নয়, এমনকী তাঁদের অভিভাবকও আপত্তি করতে পারেন না।’

পিটিশনটি দাখিল করেছিলেন শিফা হাসান এবং তাঁর সঙ্গী। দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা আবেদনে জানান, দুজনেই একে অপরকে ভালবাসেন এবং নিজেদের ইচ্ছায় একসঙ্গে থাকতে চান। শিফা তাঁর পিটিশনে এও জানিয়েছেন যে, তিনি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে মুসলিম থেকে হিন্দু হতে চান। বিষয়টি নিয়ে স্থানীয় জেলাশাসক সংশ্লিষ্ট থানা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। যদিও শিফা হাসান প্রশাসনের কাছ থেকে উপযুক্ত নিরাপত্তা চান। পুলিশ প্রশাসন যুগলের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

Related Articles

Back to top button
Close