fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুন্দরবনে তৃণমূলের ডিজিটাল শহীদ স্মরণ

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: করোনা পরিস্থিতিতে এবছর একুশের জনসভা বাতিল করে ভার্চুয়াল সভার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সারা দিয়ে এবছর সুন্দরবনে ডিজিটাল মাধ্যমে তৃণমূলের শহীদ স্মরণ করছে সুন্দরবনের বসিরহাট, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, সন্দেশখালি মিনাখাঁর মতো একাধিক ব্লক। সময় ধরে পতাকা উত্তোলন ও ডিজিটাল মাধ্যমে শহীদ স্মরণ করেন বসিরহাট পুর প্রশাসক তপন সরকার, তৃণমূলের যুব নেতা বদল মিত্র, টাকি পৌরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায় আজিজুল গাজী থেকে শুরু করে হাড়োয়া ব্লকের যুবনেতা মিরাজুল ইসলাম, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম।

নেতা-কর্মী-সমর্থকরা কেউ জায়ান্ট স্ক্রিনে, কেউ মোবাইলে, কেউ আবার টিভির পর্দায় চোখ রেখেছেন। বিশেষ করে লকডাউনের জেরে এবার একুশে জুলাই জনসভা হচ্ছে না। যার কারণে ব্লকে ব্লকে বুথে বুথে কর্মী-সমর্থক নেতারা কেউ টিভিপর্দায় চোখ রেখেছেন, কেউ বাসন্তী হাইওয়ের পাশে মিনাখা বামুনপুকুর এলাকায় স্কিন লাগিয়ে নেত্রীর বক্তব্য শুনছেন। আবার কেউ রাজারহাট হাড়োয়া রোড তিন নম্বর রাজ্য সড়কে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন, টিভির পর্দায় চোখে চোখ রেখে তা জানার চেষ্টা করছেন। সব মিলিয়ে এবারের ভার্চুয়াল সভা এক অন্যরকমের ডিজিটাল মাধ্যমে প্রচার নতুন ভাবনার মধ্যে শুরু তৃণমূল কংগ্রেসের।

Related Articles

Back to top button
Close