‘খান-দানি’ আক্রমণ! Republic ও Times now’র বিরুদ্ধে আদালতে Bollywood

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:এবার বলিউড বনাম রিপাবলিক।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কাঠগড়ায় বলিউড। এবং রিয়া চক্রবর্তীর মাদকযোগের পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে বি-টাউনের নাম। নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমে বলিউডকে আক্রমণ করে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে এবার কার্যত একজোট বলিউড। মুম্বইয়ের ৩৮টি ফিল্ম প্রযোজনা সংস্থা ও চলচ্চিত্র সংগঠন এবার দুটি সংবাদ চ্যানেল ও চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঠুকলেন আদালতে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করা হয়েছে সংবাদ পরিবেশনের নামে, এই অভিযোগ এনে আদালতের দ্বারস্থ শাহরুখ খান, সলমন খান, আমির খানরা।
রিপাবলিক টিভি, টাইমস নাও এবং এই দুই চ্যানেলের চার কর্মী- অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলিউডে প্রথম সারির প্রযোজনা সংস্থাগুলির তরফে, যেখানে রয়েছেন শাহরুখ, সলমন, আমির, অক্ষয়, আদিত্য চোপড়া, ফারহান আখতার, করণ জোহরদের প্রযোজনা সংস্থার নাম। শুধু তাই নয়, এই পিটিশনে নাম রয়েছে চার চলচ্চিত্র সংক্রান্ত সংগঠনেরও। অভিযোগ জানিয়েছে দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া (PGI) এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যসোসিয়েশন (CINTAA, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড প্রোডিউসার্স কাউন্সিল (IFTPC) এবং স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন (SWA)।
উল্লেখ্য, বলিউডকে মাদকাসক্ত নোংরা দূষিত প্রভৃতি শব্দ আখ্যায়িত করেছিল এই দুটি চ্যানেল।