গুরুত্বপূর্ণদেশহেডলাইন
Republic TV: TRP দুর্নীতিকাণ্ডে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজির চ্যানেলের সিইও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: টিআরপি দুর্নীতিকাণ্ডে জেরার মুখোমুখি হতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার অফিসে রবিবার সকালে হাজির হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি। নিজেদের চ্যানেলের প্রভাব বাড়াতে টিআরপি নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে তিনটি চ্যানেলের বিরুদ্ধে।ফ্যাক্ট মারাঠি এবং বক্স সিনেমা নামে দুটি চ্যানেলের মালিকদের বৃহস্পতিবারই গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই পুলিশের কমিশনার পরমবীর সিং বলেছিলেন, সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তের সময়ই তাঁরা জানতে পারেন, চ্যানেলের দর্শকসংখ্যা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই কীভাবে টিআরপি নিয়ে কারচুপি করছিল কিছু টিভি চ্যানেল। টিআরপি মেশিন যে সব বাড়িতে বসানো হয়েছিল তেমন কিছু বাড়িকে টাকা দেওয়া হত ওই বিশেষ চ্যানেলগুলি দেখার জন্য। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে রিপাবলিক কতৃপক্ষ।