fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

Republic TV: বেকায়দায় অর্ণব! TRP কাণ্ডে চিফ ফিনান্স অফিসারকে তলব মুম্বাই পুলিশের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: টিআরপি কাণ্ডে অভিযুক্ত রিপাবলিক টিভি চিফ ফাইনান্সিয়াল অফিসার কে তলব করল মুম্বাই পুলিশ। এদিন শনিবার মুম্বাই পুলিশের হাজিরা দেওয়ার কথা সিনিয়র ম্যানেজমেন্ট অফিসার অফিসার শিব সুব্রামানিয়াম সুন্দরামের‌। এছাড়াও তলব করা হবে মুম্বাইয়ের ফ্যাক্ট মারাঠা ও বক্স সিনেমা নামক আরও দুটি চ্যানেলের আধিকারিকদের।

টিআরপি রেটিংয়ের জালিয়াতি চক্রের সন্ধান তার সঙ্গে দেশের অন্যতম বড় নিউজ চ্যানেল রিপাবলিকের জড়িত থাকার ঘটনা এবং দর্শকদের ঘুষ-কান্ড অপারেটরকে ব্যবহার করা প্রভৃতি অভিযোগ গত বৃহস্পতিবার প্রকাশ্যে তুলে ধরেন মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং। এরপরই মুম্বাই পুলিশকে তুলোধোনা করে টেলিভিশন শো করেন চ্যানেলের চিফ এডিটর অর্ণব গোস্বামী। পাশাপাশি প্রতিদ্বন্দ্বি ইন্ডিয়া টুডে সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অর্ণব।

অভিযোগ যে সমস্ত বাড়িতে টিআরটি মিটার বসানো রয়েছে সেখানে স্থানীয় অপারেটরদের মাধ্যমে দর্শকদের ঘুষ মারফত টিআরপি বাড়ানোর চেষ্টা চালিয়েছিল রিপাবলিক সহ অন্যান্য দুটি চ্যানেল। পাশাপাশি ব্যবহার করেছিল টিআরপি রেটিং চক্রকেও।

এদিন পুলিশি জিজ্ঞাসাবাদে আর কোন কোন নয়া তথ্য বেরিয়ে আসে সেটাই দেখার।

Related Articles

Back to top button
Close