ফের বদল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ, ‘বিশেষ কারণে এই নির্ঘন্ট বদলাতে হল, আমি দুঃখিত’: মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ নির্বাচনের কথা মাথায় রেখে ফের পরিবর্তন করা হল উচ্চ মাধমিক পরীক্ষার দিন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, পরীক্ষার্থীদের কাছে ক্ষমাপ্রার্থী। বার বার পরীক্ষার সূচির বদল, আমি পছন্দ করি না। তবে বিশেষ কারণে জন্য পরীক্ষার নির্ঘন্ট বদল করতে হল। সাংবাদিক বৈঠক থেকেই সকলকে পরীক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ঘোষনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল। শেষ হবে ২৭ এপ্রিল।
পরীক্ষার নির্ঘন্ট
২ এপ্রিল-প্রথম ভাষা
৪-এপ্রিল-দ্বিতীয় ভাষা
৫-বৃত্তিমূলক পরীক্ষা
৫ -এপ্রিলের পর, ১৬ এপ্রিল পরীক্ষা
১২ এপ্রিল ভোট। ১৪, ১৫ এপ্রিল ছুটি
১৬- এপ্রিল অঙ্ক গ্রুপের পরীক্ষা
১৮ এপ্রিল- অর্থনীতি গ্রুপের পরীক্ষা
১৯ এপ্রিল-কমার্শিয়াল সায়েন্স
২০ এপ্রিল-কর্মাশিয়াল ল গ্রুপ
২৩ এপ্রিল- স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা
২৬ এপ্রিল-রসায়ন গ্রুপের পরীক্ষা
২৭ এপ্রিল-বায়োলজিক্যাল গ্রুপের পরীক্ষা
(জয়েন্টের এর জন্য ২১ এপ্রিল পরীক্ষা হবে না)
৩০ এপ্রিল-জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা
২৭ এপ্রিল শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা
মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ কারণের জন্য পরীক্ষার দিন বদল করতে হয়েছে। তবে আমার খুব খারাপ লাগছে। ছাত্র-ছাত্রীরা খুব পড়াশোনার জন্য অনেক পরিশ্রম করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন স্থানীয় ভোটকে গুরুত্ব দেয় না। উৎসবের কথাও কিছু ভাবা হয়নি।
১২ এপ্রিল ভোট রয়েছে। স্কুলেই কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। পোলিং বুথও স্কুলে করা হয়েছে। সে সমস্ত বিষয়ে মাথায় রেখেই উচ্চ মাধ্যমিকের তারিখ পরিবর্তন করা হল।
মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ রাজ্যের ভোটের সঙ্গেই উপ নির্বাচন করা যেত। বালিগঞ্জ,আসানসোলে ভোটের জন্য এই পরিবর্তন করতে হল। সকলকেই পরীক্ষার্থীদের পাশে থাকার কথাবলেন তিনি।