পশ্চিমবঙ্গহেডলাইন
বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মালদা: পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রসিলাদহ লক্ষীকলোনি এলাকার একটি বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই এলাকার জনৈক বাসিন্দা অরুন দাসের বাড়িতে পরিত্যক্ত ট্যাঙ্কির মধ্যে প্রায় ৫ ফুট লম্বা গোখরো সাপ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো এলাকায়।
এরপর সাপটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় মালদা জেলার শোভানগরের সর্প বিশারদ বঙ্কিম স্বর্ণকারকে। সাপটিকে দেখে অনুমান করা যায় প্রায় ১৫ দিন ধরে ওই ট্যাঙ্কির মধ্যে পড়েছিল। এরপর নিরাপদে সেটি উদ্ধার করার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।