ব্যারাকপুর কমিশনারেটে রদবদল, আইপিএস অজয়কুমার ঠাকুরের জায়গায় এলেন আইপিএস অলোক রাজোরিয়া

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হল পুজোর আগেই। আইপিএস অজয়কুমার ঠাকুর ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার ছিলেন। এবার সেই পদে বদল আনা হল। আইপিএস অজয়কুমার ঠাকুরের জায়গায় স্থলাভিষিক্ত হলেন আইপিএস অলোক রাজোরিয়া। শনিবারই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
অজয়কুমার ঠাকুর ডিআইজি সিভিল ডিফেন্সের দায়িত্বে থাকছেন। ডিআইজি বর্ধমান রেঞ্জের দায়িত্বে থাকা অলোক রাজোরিয়া সামলাবেন ব্যারাকপুর কমিশনারেট। বদল করা হয়েছে আইপিএস শ্যাম সিংকে। এতদিন ডিআইজি সিভিল ডিফেন্স, হেড কোয়ার্টার সিউড়িতে ছিলেন তিনি। তাঁকে পাঠানো হল ডিআইজি বর্ধমান রেঞ্জে। প্রসঙ্গত, মনোজ ভার্মার জায়গায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয়েছিল অজয়কুমার ঠাকুরকে। বার বার ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের মুখে শাসকদলকে পড়ার কারণেই এই রদবদল বলে মনে করা হচ্ছে। তবে নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক নিয়ম মেনেই এই বদল করা হয়েছে।