দীর্ঘদিন ধরে খড়দা বিধানসভা এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: খড়দা বিধানসভা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব অব্যাহত। আতঙ্কিত এলাকাবাসী। মঙ্গলবার তৃণমূল কর্মী প্রসেনজিৎ সাহা কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে তার বাড়ির সামনে বসেছিলেন। সেইসময় দুটি বাইকে করে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে ব্যাগভর্তি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। যদিও বোমা বিস্ফোরণ হয়নি। তবে বোমা ছোঁড়ার ফলে আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে আহত হয় প্রসেনজিৎ। ঘটনায় রহড়া থানায় অভিযোগ জানানো হয়। মঙ্গলবার দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রহড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর বৈশ্য।
[আরও পড়ুন- প্রতিমা নিরঞ্জনের আগেই পুড়ে ছাই সল্টলেকের একটি পুজো মণ্ডপ]
দুষ্কৃতীদের দাপটে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষসহ তৃণমূল কর্মীদের। অভিযুক্ত এই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তাদের এই থানা ঘেরাও এবং বিক্ষোভ। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা চণ্ডীচরণ রায় বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, যার থেকে আলাদা নয় খড়দা বিধানসভা। তবে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ এর প্রতিবাদ করবেন।