ইস্তফা ধনকরের, আপাতত বাংলার গভর্ণরের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল লা গণেশন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এনডিএ-র সমর্থনের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর। শনিবার বৈঠকেই ধনকরের নাম ঘোষণা করেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।বাংলার রাজ্যপাল পদে ছিলেন ধনকর। রবিবার রাতেই সেই পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আপাপত মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে নিজের রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদেরও অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। রাষ্ট্রপতি তাঁকে বাংলার রাজ্যপাল হিসেবে মনোনীত করেছেন।
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিবার্চিত হয়েছেন জগদীপ ধনকর। তাই নিয়মমতো আগেই বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সোমবারই এই পদের জন্য মনোনয়ন পেশ করবেন তিনি।
আগামী ৬ আগস্ট হতে চলেছে ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচন। বেঙ্কাইয়া নাইডুর পর কে হতে চলেছেন ভারতের আগামী উপ-রাষ্ট্রপতি, জানা যাবে সেদিনই। কারণ নির্বাচন আর গণনা একই দিনে, এমনটাই ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে। তারপর স্ক্রুটিনি হবে ২০ জুলাই। ২২ জুলাইয়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে।