পশ্চিমবঙ্গহেডলাইন
স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা বিডিও, যুগ্ম বিডিও সহ থানা আধিকারিককে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা ও ন্যাশানাল হিউম্যান রাইটসের এন্টি ক্রাইম ব্যুরোর যৌথ উদ্যোগে বুধবার সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও, যুগ্ম বিডিও এবং শামুকতলা থানার ওসিকে।
আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা
সম্বর্ধনা জ্ঞাপনকারীদের পক্ষে সুনির্মল নিয়োগী জানান, এই তিন আধিকারিক কোভিড মোকাবিলায় যে অসামান্য অবদান রেখেছেন তার প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই এই সম্বর্ধনা জ্ঞাপন। সমবর্ধনা গ্রহণ করার তিন আধিকারিক বলেন তাদের দায়িত্ব আরও বেড়ে গেল।