দিল্লিতে খুলছে রেস্তোরাঁ, মল, মন্দির… সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কেজরিওয়ালের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যে ৮ জুন থেকে খুলে যাচ্ছে রাজধানীর সমস্ত রেস্তোরাঁ, মল ও মন্দিরগুলি। রবিবার এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেইসঙ্গে তিনি বলেছেন করোনা মোকাবিলায় যে নির্দেশগুলি দেওয়া হয়েছে, সেগুলির পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
ইতিমধ্যে কেজরিওয়াল সরকার করোনা মোকাবিলায় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। সমস্ত দিক খতিয়ে দেখে ওই কমিটি দিল্লির সরকারকে রাজধানীতে হাসপাতালে
আরও ১৫ হাজার শয্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
ভারতের সেরা চারটি মেট্রোপলিটন শহর করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই। আক্রান্তে সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। পাশাপাশি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে গুজরাটের আহমেদাবাদ, মহারাষ্ট্রের পুনে, মধ্যপ্রদেশের ইন্দোর। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের মতে, সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত করোনা ভাইরাস মহামারী নিমূর্ল হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।