
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রায় ২২ হাজার ডাক্তারি পড়ুয়াকে ফিরিয়ে নিয়ে এসেছে মোদি সরকার দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। অপারেশন গঙ্গার মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা হয়।
গতকাল ইউক্রেন ফের পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন। তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। পড়ুয়াদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গেই মিলবে পড়াশোনার সুযোগ। গতকাল এই সকল ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বললেন তিনি। শোনেন তাদের অসুবিধার কথা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ ও পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের ইন্টার্নশিপের অনুমতির জন্য চিঠি লেখা হবে মেডিক্যাল কাউন্সিলে। সরকারি মেডিক্যাল কলেজে মিলবে ইন্টার্নশিপের সুবিধা। স্টাইপেন্ডেরও ব্যবস্থা করা হবে। প্রথম বর্ষে এখানে কেউ ভর্তি হতে চাইলে বিশেষ ব্যবস্থা করা হতে পারে।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য মেডিক্যাল কমিশনের অনুমতি নিতে হবে। মেডিক্যাল কমিশন অনুমতি দিলে রাজ্য সরকারের জন্য ধার্য ফি-তেই বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা হতে পারে। মেডিক্যাল কমিশন আপত্তি জানালে সবাইকে নিয়ে দিল্লিতে দেখা করতে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা আরও জানান, ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদেরও বাংলায় পড়ার ব্যবস্থা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা, জানালেন মুখ্যমন্ত্রী। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক যুদ্ধ অভিযান শুরু করে রাশিয়া। আটকে পড়ে ভারত থেকে পড়তে যাওয়া বহু ডাক্তারি পড়ুয়া। তীব্র ঠান্ডার মধ্যে জলকষ্ট থেকে প্রায় আধাপেটা খেয়ে জীবন কাটাতে হয় তাদের। এই অবস্থায় অপারেশন গঙ্গার মাধ্যমে তাদের ফিরিয়ে নিয়ে আসা হয়। সামরিক বিমান সি-১৭ করেও ফেরানো হয় তাদের।