প্রজ্ঞার সাফল্যে গর্বিত রোড আইল্যান্ড পাবলিক স্কুল

নিজস্ব প্রতিনিধি: মানুষ সাফল্য প্রিয়। সাফল্যের পিছনে ছুটতে কোনও দ্বিধা করেনা সে। সাফল্য মানুষকে অনুপ্রেরণা যোগায়। দ্বিগুন উৎসাহে সে ঝাঁপিয়া পড়ে তাঁর লক্ষ্যে পৌঁছতে। কঠোর পরিশ্রমে, ঘাম ঝরিয়ে সাফল্য এলেও অনেক সময় সত্যের সেই সাফল্যের খতিয়ান চাপা পড়ে যায়। আমরা সেই সত্যটাকে দেখতে পাই না।
এইরকম একটি নাম প্রজ্ঞা চক্রবর্তী। এবছর ৮৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমক পাশ করেছে সে। নিজ প্রচেষ্টায় আজ সে সফল। শৈশবেই বাবাকে হারায় সে। মা আর দাদার সঙ্গে স্কুল শিক্ষক মামার বাড়িতে আশ্রিতা প্রজ্ঞা। পড়াশোনায় অদম্য প্রজ্ঞা এগিয়ে যায় প্রতিবছর এক একটি ধাপ।
মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় রোড আইল্যান্ড পাবলিক স্কুলে। মনে একটাই স্বপ্ন, ইঞ্জিনিয়ার হতে চায় সে। কিন্তু এই সাফল্য সে ভাগ করে নিতে চায় বিদ্যালয়ের ম্যানেজমেন্ট, প্রধান শিক্ষক ও শিক্ষককর্মীদের সঙ্গে। তাঁদের বক্তব্য, কৃতিত্ব সম্পূর্ণ প্রজ্ঞার। ও লড়াই করেছে। আমরা পাশে থেকে সাহায্য করেছি মাত্র। ভবিষ্যতে আরও প্রজ্ঞা সাফল্যলাভ করবে। আমরা পাশে থেকে সবরকম সাহায্য করব।