পশ্চিমবঙ্গহেডলাইন
মেদিনীপুরে রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে মেদিনীপুর জেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এক রিক্সা চালকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল শনিবার। জানা গিয়েছে, দুলু দাস নামে বছর চল্লিশের ওই রিকশাচালকের বাড়ি মেদিনীপুর শহরের চিড়িমারসায় এলাকাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি বাড়ি ফেরেননি, সব সময় মদ্যপ অবস্থাতেই থাকতো বলে স্থানীয়রা জানিয়েছে।
আরও পড়ুনঃ কমেডিয়ান ভারতী-হর্ষের বাড়িতে উদ্ধার নিষিদ্ধ মাদক, মুম্বইয়ে NCB-র অফিসে পৌঁছলেন সেলেব দম্পতি
এরপর শনিবার সকালে জেলা পরিষদের গেট সংলগ্ন এলাকাতে নিজের রিক্সাতেই তার নিথর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।