হেঁসেলে বাড়ছে ঝাঁজ, আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাজারে সবজি থেকে মাছ, মাংস, ডিম সবকিছুর দাম আকাশছোঁয়া। একনজরে দেখে নেওয়া যাক আজকের বাজার দর।
খোলা বাজারের দাম
জ্যোতি আলু – ৩৪-৩৫ টাকা প্রতিকিলো
চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকা কিলো আলু
পেঁয়াজ ৪০-৫৫ টাকা প্রতিকিলো
আদা ২০০ টাকা প্রতিকিলো
লঙ্কা ১৫০-২০০ টাকা প্রতিকিলো
টমেটো ৮০ টাকা প্রতি কিলো
উচ্ছে ৬০ টাকা প্রতিকিলো
কুমড়ো ৩০-৪০ টাকা প্রতিকিলো
ফুলকপি প্রতি পিস ৩০ টাকা
পটল ৫০-৮০ টাকা প্রতিকিলো
ঢ্যাড়স ৫০-৮০ টাকা প্রতিকিলো
বেগুন ৫০-৬০ টাকা প্রতিকিলো
গাজর ৬০ টাকা প্রতিকিলো
বাঁধাকপি – ৩০ টাকা কিলো
মাছ
প্রতিকেজি রুই (গোটা) ২০০ টাকা
রুই (কাটা) ২০০-২২০ টাকা
কাতলা (গোটা) ২৫০ টাকা
কাতলা (কাটা) ৩০০-৩৫০টাকা
বাটা-১৮০টাকা
ভেটকি ৩৫০-৫০০ টাকা
গলদা চিংড়ি ৮০০ টাকা
বাগদা ৮০০-১০০০ টাকা
মাংস
মুরগি – ১৮০ টাকা কিলো
পাঁঠা – ৭০০-৭২০ টাকা প্রতি কিলো
পাইকারি বাজার সবজির দর
সবজি
জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো
পেঁয়াজ ১৫ টাকা প্রতিকিলো
আদা ৭০ টাকা প্রতিকিলো
লঙ্কা ২৫-৩০ টাকা প্রতিকিলো
টমেটো ২০ টাকা প্রতিকিলো
উচ্ছে ৬০-৬৫ টাকা প্রতিকিলো
করলা ২৮-৪০ প্রতিকিলো
কুমড়ো ১০ টাকা প্রতিকিলো
ঝিঙে ২০ টাকা প্রতিকিলো
বেগুন ১৫ টাকা প্রতিকিলো
পেঁপে ১২-১৫ টাকা প্রতিকিলো
গাজর ২০-২৫ টাকা প্রতিকিলো
বাধা কপি ১২ টাকা প্রতিকিলো
ফুল কপি প্রতি পিস ১০-২৩ টাকা
বরবটি ৩৫-৪০ টাকা প্রতিকিলো
লাউ ৮ টাকা প্রতিকিলো