ভাগীরথীর গ্রাসে গ্রাম, আতঙ্ক পূর্বস্থলীতে

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: বর্ষায় জল বাড়তেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর
ঝাউডাঙা এলাকায় শুরু হয়েছে ভাগীরথী পাড়ের ভাঙন। নদী ভাঙনে এলাকার চাষজমি তলিয়ে যাচ্ছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে ঝাউডাঙা গ্রামবাসীদের মধ্যে। এই ভাঙন রুখতে দ্রুত কাজ শুরুর দাবি তুলেছেন গ্রামবাসীরা।
মূলত, কালনা মহকুমার পূর্বস্থলী ব্লকের প্রত্যন্ত গ্রাম ঝাউডাঙা। এই গ্রামের সিংহভাগ মানুষই কৃষিজীবী । গ্রামের একপাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী ।গ্রামের বাসিন্দা বাপন দাস বলেন ,”প্রতিবছর বর্ষায় ভাগীরথীতে জল বাড়লেই ঝাউডাঙা গ্রামে নদী পাড়ে ভাঙন শুরু হয় । এবছরও তার কোন ব্যতিক্রম ঘটেনি । গত দু’দিনের বৃষ্টিপাতের পর শনিবার রাতেও ভারি বৃষ্টিপাত হয়। তারপর থেকেই ঝাউডাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাগীরথী পাড়ের ভাঙন শুরু হয়েছে।তারফলে অনেকের চাষজমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ।
গ্রামের অন্য এক বাসিন্দার কথায়, “কয়েক বছর আগের ভাঙনে ঝাউডাঙা এলাকার দক্ষিণপাড়া ও নন্দীপাড়ার বেশ কিছুটা অংশ ভাগীরথীতে তলিয়ে গিয়েছে। সেবার ভাঙন রোধের কাজ দ্রুত শুরু হওয়ায় অনেকের চাষজমি ও ঘর বাড়ি ভাগীরথীতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। কিন্তু এই বছর যে ভাবে ভাঙন শুরু হয়েছে তা রোখার কাজ দ্রুত শুরু না হলে এলাকার অনেক চাষী জমি হারা হবে ।
এই বিষয়ে কালনার মহকুমা শাসক সুমন সৌরভ মোহান্তি জানিয়েছেন , “এখন নদীতে জল বেশী রয়েছে। বর্ষার পর ভাঙন রোধের কাজ ফের আগেকার মতোই করা হবে । ”